জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। ছবি: আনিসুর রহমান/স্টার

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। এতে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে শাহবাগ রোড় অবরোধ। ছবি: আনিসুর রহমান/স্টার

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই যোদ্ধা নামের সংগঠনটি এই কর্মসূচি পালন করছে। তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে।

জাতীয় ঐকমত্য কমিশন এই সনদের খসড়া তৈরির দায়িত্বে আছে এবং দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে বৃহস্পতিবারের মধ্যেই এটি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। তবে এখনো সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। ছবি: আনিসুর রহমান/স্টার

জানতে চাইলে শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান দুপুর ১২টা ২০ মিনিটে দ্য ডেইলি স্টারকে জানান, বৃষ্টি শুরু হলেও এখনো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।

এদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল জুলাই সনদের বর্তমান খসড়ার কয়েকটি বিষয় নিয়ে আপত্তি তুলেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। ছবি: আনিসুর রহমান/স্টার

তাদের প্রধান আপত্তির বিষয় হলো, খসড়ায় বলা হয়েছে—সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দলগুলোর দাবি, জুলাই সনদ আইনগত কাঠামোর আওতায় আনতে হবে, না হলে এই সংস্কার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে।

তারা জোর দিয়ে বলছে—এই সনদ আইনগত রূপ না পেলে এর বাস্তবায়ন নিশ্চিত হবে না এবং এটি কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে। তবে এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত প্রকাশ করেছে বিএনপি।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

6h ago