‘আবদুল আলীমের গান সংরক্ষণ নিয়ে অনেকেই বড় বড় কথা বলেন, পরে ভুলে যান’

আবদুল আলীম
আবদুল আলীম। ছবি: সংগৃহীত

প্রখ্যাত সংগীতশিল্পী আবদুল আলীমকে পল্লী গানের সম্রাট বলা হয়। অনেক কালজয়ী গান গেয়ে গেছেন তিনি, তার বহু গান আজও মানুষের মুখে মুখে ফেরে। 'হলুদিয়া পাখি' গানটি যেন অমরত্ব লাভ করেছে, 'সর্বনাশা পদ্মা নদী' গানটিও সবার মুখে শোনা যায়। 'এই যে দুনিয়া, নাইয়া রে নায়ের বাদাম তুইলা' এ রকম অনেক গান মানুষ আজও মনে রেখেছে।

আবদুল আলীম ছিলেন ঢাকা সংগীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক। জীবদ্দশায় ৫০০ গান রেকর্ড হয়েছে এই গুণী শিল্পীর। বেতার, টেলিভিশন, স্টেজ ও সিনেমায় গান গেয়েছেন তিনি। পাকিস্তান বেতারেও গান গেয়েছেন। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা।

২৭ জুলাই ছিল আবদুল আলীমের জন্মদিন। এ উপলক্ষে তার মেয়ে সংগীতশিল্পী নুরজাহান আলীম ও পুত্র আজগর আলীম বাবাকে নিয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

নুরজাহান আলীম বলেন, 'বাবার নামটা বেঁচে থাকুক। আমার বাবা আবদুল আলীম শুধু আমাদের নয়, দেশের সম্পদ। তিনি সবার, সব মানুষের জন্য গান করেছেন। প্রজন্ম থেকে প্রজন্মে তার গান বেঁচে থাকুক, সন্তান হিসেবে এটাই চাওয়া।'

আবদুল আলীম

'কোনো আক্ষেপ আছে কি?' এর জবাবে নুরজাহান আলীম বলেন, 'বাংলাদেশে গান করে কোটি কোটি মানুষের মন জয় করেছেন বাবা। এছাড়া পাকিস্তান বেতারেও তিনি গান করেছেন। সেখানে দেড়শ গান আছে বাবার। কিন্তু ২ বছর আগে মাত্র ১২টি গান উদ্ধার করতে পেরেছি। আমরা চাই সেখান থেকে বাবার সব গান উদ্ধার হোক।'

নুরজাহান আলীম বলেন, 'এখনও পাকিস্তান রেডিওতে প্রতিদিন বেলা ৩টায় বাবার গান বাজানো হয়।'

কর্তৃপক্ষের কাছে কী চান জানতে চাইলে নুরজাহান আলীম বলেন, 'দেখুন, এদেশে অনেক গুণী মানুষের নামে সড়ক হয়েছে। আমরা চাই ঢাকার কোনো একটি সড়ক বাবার নামে হোক। মানুষ তা দেখুক। আবদুল আলীমের মেয়ে হিসেবে আরও চাই- বাংলাদেশ টেলিভিশনে, শিল্পকলা একাডেমিতে কিংবা বাংলা একাডেমিতে তার নামে একটি মিলনায়তন হোক। এটি আমাদের প্রাণের দাবি।'

তিনি বলেন, 'বাবার ৫০০ গান রেকর্ড হয়েছে । স্টুডিও বাইরে যেসব গান রেকর্ড হয়েছে তা পাওয়া মুশকিল। সেইসব গান উদ্ধারে রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে।'

বাবার নামে সড়ক কিংবা শিল্পকলা-বাংলা একাডেমি-বিটিভিতে তার নামে ভবনের জন্য আবেদন করেছিলেন কি না জানতে চাইলে নুরজাহান আলীম বলেন, 'করেছিলাম, কাজ হয়নি। আগামীতে অন্তত হোক।'

'বাবার নামে দুই বছর আগে স্মারক ডাক টিকিট বের হয়েছিল', বলেন নুরজাহান আলীম ।

বাবার নামে নুরজাহান আলীম একটি সংগঠন করেছেন। এই সংগঠনের নাম পল্লী সম্রাট আবদুল আলীম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

আবদুল আলীমের ছেলে সংগীতশিল্পী আজগর আলীম বলেন, 'বাবার অনেক গান হারিয়ে গেছে। বেতার থেকে হারিয়ে গেছে, টেলিভিশন থেকে হারিয়ে গেছে। আমরা চাই হারিয়ে যাওয়া গানগুলো সংরক্ষণ করা হোক। সরকার চাইলেই পারে। এজন্য ইচ্ছেটা দরকার। অনুষ্ঠানে অনেকেই বড় বড় করে বলেন সংরক্ষণ করবেন। পরে তারা ভুলে যান।'

আবদুল আলীম

তিনি আরও বলেন, 'আমি মনে করি, বাংলা লোকসংগীতে বাবার যে অবদান তা অস্বীকার করার কোনো উপায় নেই। তার গানগুলোকে তিনি শিকড়ে নিয়ে গেছেন। হাজার বছরে এইরকম শিল্পী আসবেন কি না জানি না, হয়তো আসবেন না। কাজেই তার নামে সড়ক, অডিটরিয়াম হতেই পারে। এটি আমরা অনেকদিন থেকে বলে আসছি।'

আজগর আলীম বলেন, 'বাবা ছিলেন একজন উচ্চমানের শিল্পী। অনেক করে গেছেন তিনি। তার সন্তান হিসেবে গর্ব করি।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago