না বলা কথা বললেন মেহজাবীন

ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন।

তবে, এবার তিনি ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের অনেক না বলা কথা বলেছেন মাছরাঙা টেলিভিশনের নতুন একটি অনুষ্ঠানে।

অনুষ্ঠানটির নাম বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে।

এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি ছিলেন মেহজাবীন। শনিবার রাত ৯টায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। সেই সঙ্গে একযোগে প্রচারিত হবে রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

১২০ মিনিটের আনকাট পডকাস্ট শোতে মেহজাবীন চৌধুরী এমন অনেক কথা বলেছেন, যা আগে কখনো কোনো অনুষ্ঠানে বলেননি।

বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে উপস্থাপনায় রয়েছেন রুম্মান রমীদ খান।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago