৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: মাহফুজ আলম

মাহফুজ আলম। ফাইল ছবি

আগামী পাঁচ আগস্টের মধ্যেই 'জুলাই ঘোষণাপত্র' ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

গতকাল শুক্রবার নিজের ফেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, 'জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা।'

তিনি আরও বলেন, '৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।'

এর আগে গত ২৯ জুলাই জুলাই ঘোষণাপত্র নিয়ে আরেকটি পোস্ট দিয়েছিলেন মাহফুজ। সেখানে তিনি লিখেছিলেন, 'জুলাই ঘোষণাপত্র গত ৩১শে ডিসেম্বর ঘোষিত হওয়ার কথা ছিল। কিন্তু, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের জন্য সেবার সে প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি বিভিন্ন দলের খসড়া প্রস্তুত হলেও ঘোষণাপত্রের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে সংলাপ মীমাংসায় পৌছায়নি। বিভিন্ন ধারা নিয়ে রাজনৈতিক আদর্শিক পজিশন নিয়ে নেগোসিয়েশন থমকে যায় পরের দুই মাস। (মাঝে রমজান ছিল)।'

সেখানে তিনি আরও লেখেন, 'আশা করি, ৫ই আগস্টের আগেই ঐকমত্য নিশ্চিত হবে এবং আমাদের প্রজন্ম ও জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি মুখ দেখবে।'

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago