রোমাঞ্চ ছড়িয়ে জিতল ভারত, সিরিজে সমতা

হ্যারি ব্রুক আর জো রুট যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল শেষ পর্যন্ত অনায়াসেই জয় মিলবে ইংল্যান্ডের। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে উল্টো ম্যাচ জিতে নেয় সফরকারীরা। ফলে রোমাঞ্চকর টেস্ট সিরিজ শেষ হয় ২-২ সমতায়।
ক্যানিংটন ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের শেষ দিনে এসে ৬ রানের জয় পায় ভারত। তাদের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৬৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ভারত তাদের দুই ইনিংসে করে যথাক্রমে ২২৪ ও ৩৯৬ রান।
জয় থেকে যখন ১৭ রান বাকি তখন ইংল্যান্ডের নয় উইকেট পড়ে গিয়েছিল। শেষ ব্যাটার হিসেবে এক হাত স্লিংয়ে ঝুলিয়ে তখন মাঠে নামেন ক্রিস ওকস। প্রথম দিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তবে তার চেষ্টা ফল দেয়নি। যদিও সিরাজের বলে একটি ছক্কা হাঁকিয়ে আশা দেখিয়েছিলেন গাস অ্যাটকিনসন।
প্রসিধ কৃষ্ণার পরের ওভারের প্রথম বলে দুই রানে আশাটা জোরালো হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু সে ওভারে আর ব্যাটে বলেই করতে পারেননি অ্যাটকিনসন। শেষ বলে সিঙ্গেল নেন। তবে সিরাজের করা পরের ওভারের প্রথম বলে হাঁকাতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়ে যান এই ব্যাটার। জয় মিলে ভারতের। ২৯ বলে ১৭ রান আসে অ্যাটকিনসনের ব্যাটে।
সকালে আগের দিনের ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দিনের শুরুতেই প্রসিধ কৃষ্ণার করা প্রথম দুই বলে দুটি বাউন্ডারি আদায় করে ভালো কিছুর ইঙ্গিত দেয় স্বাগতিকরা। তবে পরের ওভারেই ঘুরে দাঁড়ায় ভারত। মোহাম্মদ সিরাজের করা তৃতীয় বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে দেন জেমি স্মিথ। সামনের দিকে ঝুঁকে নিচু হওয়া ক্যাচ লুফে নেন এই উইকেটরক্ষক। ২০ বলে ২ রান করে থামেন স্মিথ।
পরের ওভারে ফিরে জেমি ওভারটনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সিরাজ। তার ফুলার লেন্থের বলে শাফেল করতে গেলে লাইন মিস করেন ওভারটন। কিছুটা সময় নিয়ে আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন ওভারটন। তবে লাভ হয়নি। আম্পায়ার্স কলে ফিরতে হয় তাকে। ১৭ বলে ৯ রান করেন এই ব্যাটার। দুই ওভার পর যশ টংকে কৃষ্ণা বোল্ড করলে জমে যায় ম্যাচ।
Comments