লর্ডস টেস্টে বোলিংয়ে নেমে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছিল ইংল্যান্ড। সেকারণে পয়েন্ট খোয়ানোর পাশাপাশি জরিমানা গুণতে হলো তাদের।
শেষবার ইংল্যান্ডের পেসারকে সাদা পোশাকে খেলতে দেখা গেছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।
নজরকাড়া ব্যাটিংয়ে বেন ডাকেট হাঁকালেন আক্রমণাত্মক সেঞ্চুরি। তার সঙ্গে জ্যাক ক্রলির বড় উদ্বোধনী জুটিতে মিলল শক্ত ভিত। এরপর দায়িত্বশীল জো রুটের সঙ্গে জেমি স্মিথ খেললেন হাত খুলে।