জুলাই গণঅভ্যুত্থান দিবসে কনসার্ট, নাটক ও ড্রোন শো

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সংসদ ভবনে শত শত মানুষ জমায়েত হয়। ছবি: নাঈমুর রহমান
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সংসদ ভবনে শত শত মানুষ জমায়েত হয়। ছবি: নাঈমুর রহমান

আজ মঙ্গলবার 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে।

সকাল ১১টা থেকে সারাদিন ধরে ওই আয়োজন চলবে।

সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে হবে জুলাই শহীদদের স্মরণে ড্রোন শো। রাত ১০টায় মঞ্চস্থ হবে নাটক 'রাহুগ্রাস'।

এছাড়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

অনুষ্ঠানে দুপুর ২টা ৪০ মিনিটে গান পরিবেশন করবেন সায়ান।

দুপুর ৩টায় ইথুন বাবু ও মৌসুমী দর্শকদের গান শোনাবেন।

বিকেল সাড়ে ৩টায় থাকবে সোলস ব্যান্ডের পরিবেশনা।

৪টায় মঞ্চে গান গাইবে ব্যান্ড ওয়ারফেজ।

Warfaze

সন্ধ্যা ৭টায় এই মঞ্চে গাইবেন এলিটা করিম। রাত ৮টায় থাকছে আর্টসেলের গান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও গান পরিবেশন করবে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শূন্য ব্যান্ড।

 

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago