অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব

সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

ছবি: বাফুফে

প্রথমার্ধে জাল খুঁজে নেওয়া মোসাম্মৎ সাগরিকা লক্ষ্যভেদ করলেন দ্বিতীয়ার্ধেও। তার জোড়া গোলের মাঝে মুনকি আক্তার পরাস্ত করলেন গোলরক্ষককে। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে বাংলাদেশ তুলে নিল পূর্ণ পয়েন্ট। লাওসকে হারিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করল তারা।

বুধবার 'এইচ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে পিটার বাটলারের দল। স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আন্না কেও ওনসি।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে এটি বাংলাদেশের মাত্র তৃতীয় জয়। এর আগে ১২ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল তারা।

আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর রোববার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এই গ্রুপের ফেভারিট দল দক্ষিণ কোরিয়া। দিনের আগের ম্যাচে একই ভেন্যুতে তারা ৯-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তিমুর লেস্তেকে।

প্রতিপক্ষের ওপর চাপ বজায় রেখে খেলতে থাকলেও গোল মিলছিল না বাংলাদেশের। অবশেষে অচলাবস্থা ভাঙে ৩৬তম মিনিটে। উইঙ্গার শান্তি মার্ডির কর্নারে হেড করে বল জালে পাঠান ফর্মের তুঙ্গে থাকা ফরোয়ার্ড সাগরিকা। গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে মাত্র তিন ম্যাচে ৮ গোল করেছিলেন তিনি। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পাঁচ মিনিট পর ব্যবধান বাড়তে পারত। কিন্তু মিডফিল্ডার সিনহা জাহান শিখার দূরপাল্লার জোরাল শট বাধা পায় ক্রসবারে।

বিরতির পর একই তালে খেলতে থাকা বাটলারের শিষ্যরা ব্যবধান দ্বিগুণ করেন ৫৮তম মিনিটে। তৃষ্ণা রানীর পাস নিয়ন্ত্রণে নিয়ে লাওসের এক খেলোয়াড়কে এড়িয়ে গোলরক্ষককে একা পেয়ে যান ফরোয়ার্ড মুনকি। এরপর ঠাণ্ডা মাথায় বাঁ পায়ে আলতো করে বল ঠেলে দেন জালে।

৭২তম মিনিটে আবার ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। এবার স্বপ্না রানীর ক্রসে সাগরিকার হেড ক্রসবার কাঁপিয়ে ফেরে।

৮৭তম মিনিটে ব্যবধান কমিয়ে লাওস রোমাঞ্চ নিয়ে আসে লড়াইয়ে। ডি-বক্সের বাইরে থেকে গোলরক্ষক স্বর্ণা রানীকে পরাস্ত করেন ওনসি। তবে তাদের উল্লাস স্থায়ী হয়নি বেশিক্ষণ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ছয় গজের বক্সে ফরোয়ার্ড তৃষ্ণা খুঁজে নেন সাগরিকাকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাগরিকা।

এবারের বাছাইয়ে আট গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা তিনটি দলও পাবে মূলপর্বের টিকিট। আগামী বছরের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।

Comments

The Daily Star  | English

5G goes live, but with few phones to connect

Bangladesh’s long-awaited 5G rollout began this week, but a lack of compatible handsets means the next-generation network is unlikely to see mass adoption anytime soon.

3h ago