সাগরিকার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

খেলার দ্বিতীয় মিনিটে শুরু হওয়া গোল উৎসব চলল শেষ সময় অবধি। মোসাম্মৎ সাগরিকা উপহার দিলেন হ্যাটট্রিক, মুনকি আক্তার লক্ষ্যভেদ করলেন দুবার। বিশাল জয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ।
শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ঢাকার কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে মেয়েরা। সাগরিকা ও মুনকি ছাড়াও জাল খুঁজে নেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি।
গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে মাঠ ছিল কর্দমাক্ত। কিন্তু এই প্রতিকূলতা তেমন প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশের পারফরম্যান্সের ওপর। কিছুদিন আগে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ বাছাইপর্বে খেলা জাতীয় দলের আট ফুটবলারকে শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। তাদের উপস্থিতিতে প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে তবেই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলা শুরুর বাঁশি বাজার দুই মিনিটের মধ্যে সরাসরি ফ্রি-কিক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না। তিন মিনিট পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি। বামদিক দিয়ে ছুটে শ্রীলঙ্কার রক্ষণভাগ এলোমেলো করে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি।
তৃতীয় গোলের জন্য মেয়েদের বেশ অপেক্ষা করতে হয়। ৩৭তম মিনিটে ডানদিক থেকে শিখার ক্রস পেয়ে গোলের খাতা খোলেন সাগরিকা। প্রথমার্ধে আরও দুবার (৩৮তম মিনিটে ও যোগ করা সময়ে) বল জালে পাঠায় স্বাগতিকরা। কিন্তু অফসাইডের কারণে সেসব বাতিল হয়।
৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ছয়বার গোলের উল্লাস করে। ৪৮তম মিনিটে সাগরিকার কাটব্যাকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ডি-বক্সে ফাঁকায় থাকা মুনকি। দুই মিনিট পর শিখা নাম লেখান গোলদাতাদের তালিকায়।
৫৩তম মিনিটে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোল পাওয়ার পাঁচ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ডানদিক থেকে গোলমুখে পূজা দাসের বাড়ানো বলে নিশানা ভেদ করতে কোনো ভুল করেননি তিনি। ফলে ম্যাচের বয়স ঘণ্টা পার হওয়ার আগেই স্কোরলাইন ৭-০ করে ফেলে মেয়েরা।
অপেক্ষার আরেকটি পালা বাংলাদেশ শেষ করে ৮৫তম মিনিটে। ডি-বক্সে জটলার মধ্য থেকে লক্ষ্যভেদ করেন রুপা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লঙ্কানদের পক্ষে সান্ত্বনাসূচক গোলের দেখা পান জাসোথরন লায়নসিকা। তবে শেষ বাঁশি বাজার আগে আরেকবার গোল হজম করে দলটি। গোল করেন শান্তি।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী রোববার নেপালের বিপক্ষে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের সাফে অংশগ্রহণকারী চারটি দল পরস্পরকে দুবার করে মোকাবিলা করবে। প্রতিযোগিতার সবশেষ ২০২৪ সালের আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ভারত অংশ নিচ্ছে না। বাকি দুই দল নেপাল ও ভুটান।
Comments