রাঙ্গামাটিতে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিজিবি জানিয়েছে, ওই ব্যক্তির কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি চোরাকারবারির সঙ্গে জড়িত।

আজ বৃহস্পতিবার বিকেলে কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়া জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে একটি টহল দল সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মন চন্দ্র চাকমাকে গ্রেপ্তার করে। তিনি অবৈধভাবে বাংলাদেশ ভূ-খণ্ডে প্রবেশ করেছিলেন।

'আটক ব্যক্তির বাড়ি ভারতের মিজোরাম রাজ্যে। তার বাবার নাম চন্দ্র হানশু চাকমা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে,' বলেন তিনি।

Comments