ইউরোপিয়ান সুপার কাপে পিএসজির স্কোয়াডে নেই দোন্নারুমা

ইউরোপিয়ান সুপার কাপে মৌসুমের প্রথম ম্যাচেই বড় ধরনের চমক উপহার দিয়েছে পিএসজি। টটেনহ্যামের বিপক্ষে বুধবারের ম্যাচের জন্য তাদের স্কোয়াডে নেই গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের দলে না থাকায় ইতালিয়ান গোলরক্ষকের পিএসজি ছাড়ার গুঞ্জন আরও তীব্র হয়েছে।
পিএসজি ইতোমধ্যেই ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েকে দলে ভিড়িয়েছে, যিনি স্পার্সের বিপক্ষে প্রথম একাদশে মাঠে নামবেন। এই সিদ্ধান্ত কার্যত দোন্নারুমার বিদায়ের পথ খুলে দিয়েছে।
ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তিতে সই না করে ২৫ বছর বয়সী এই গোলরক্ষক নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে চান এই গ্রীষ্মেই। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের গ্রীষ্মে, ফলে ট্রান্সফার ফি আদায়ের জন্য এখনই বিক্রির আলোচনা শুরু করতে হবে পিএসজিকে।
অন্যদিকে, ইউনাইটেডের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানা চোটের কারণে মাঠের বাইরে এবং নতুন পর্তুগিজ কোচ রুবেন আমোরির পরিকল্পনায় পুরো আস্থা পাচ্ছেন না। ইংল্যান্ড ও ইউরোপে হারানো আধিপত্য ফিরে পেতে সুপার টিম গড়ার লক্ষ্য নিয়েছেন আমোরি, যেখানে দোন্নারুম্মাকে অন্যতম ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এরই মধ্যে সেস্কো, এমবেউমো, মাতেউস কুনিয়া ও দিয়েগো লিওকে দলে টানতে ৩০ কোটির বেশি ইউরো খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তাদের নজর পিএসজির এই বিশ্বমানের গোলরক্ষকের দিকে।
Comments