ড্যাফোডিলে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ-২০২৫ এর আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনালে বিজয়ী দলের সদস্যদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার উইলিয়াম রেইকার্ট। ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ আগস্ট অনুষ্ঠিত এই আয়োজনের দায়িত্বে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট।

এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় রোবো লাইফ টেকনোরজি দল। বিজয়ী দলের সদস্যরা হলেন, মোহাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা।

প্রথম রানার আপ হয় মাহামুদুর রহমান ও রওনাক জারিনের দল উইগ্রো এবং দ্বিতীয় রানার আপ হয় হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদের দল রকেট ওয়েভ।

চ্যাম্পিয়ন দল ৫০ টাকা বিনিয়োগ পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে। যেখানে তারা ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবেন। প্রথম ১০টি দল একটি বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের আমন্ত্রণও পাবে।

সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

প্রোগ্রামটির কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রথম ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার। প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আছেন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা, লাইভ শপিং-এর সিইও ও ফাউন্ডার মো. আশিক খান।

বাংলাদেশ রিজিওনাল গ্র্যান্ড ফাইনালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিচারকদের একটি সম্মানিত প্যানেল দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক বিচারকদের মধ্যে ছিলেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার মি. উইলিয়াম রেইকার্ট। জাতীয় পর্যায়ের বিচারকদের মধ্যে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিভিশনের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. রকিবুল কবির এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ নাসির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিযোগিতা শুধু বিজয়ী নির্ধারণ নয়, দেশের উদ্ভাবনী প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরার গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগকারী ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযোগের মাধ্যমে তাদের ব্যবসার বিকাশে সহায়তা করবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট দেশের স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই আয়োজন দেশের স্টার্টআপদের শক্তিশালী করে দেশীয় উদ্ভাবনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করবে।

Comments

The Daily Star  | English

Prof Yunus sends birthday greetings to Khaleda Zia with flower bouquet

The bouquet was handed over to Khaleda Zia's private secretary ABM Abdus Sattar

1h ago