পটুয়াখালী: নিরাপত্তাকর্মীকে বেঁধে এটিএম বুথে চুরি

পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালী শহরের সদর রোডে নিরাপত্তা কর্মীকে বেঁধে এটিএম বুথ ও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

আজ শনিবার ভোররাতে সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে শহরের আদালতপাড়া এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাকে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে কম্বল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে ফেলে রাখে চোরচক্র। এরপর তারা এটিএম মেশিন ভাঙচুর করে এবং ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

পুলিশ জানায়, ভোররাত পৌনে ৪টার দিকে তারা সদর রোডের ফ্যাশন অপটিক্যালের দোকানে তালা ভেঙে প্রবেশ করে এবং দোকানের মালামাল, কম্পিউটার মনিটর ও নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। এরপর সাড়ে ৪টার দিকে একই এলাকার শিকদার স্টোরের তালা ভেঙে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা, রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মী মজিবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডাচবাংলা ফাস্টট্র্যাক বুথের চ্যানেল অফিসার রিংকু বলেন, 'আমার অফিসের মুজিবুর নামে এক নিরাপত্তাকর্মীকে বেঁধে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। বুথের টাকার মেশিন ভাঙচুর করেছে ও ল্যাপটপ নিয়ে গেছে।'

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা চুরির ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। তদন্ত চলছে। শিগগির জড়িতদের আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago