বুদ্ধিমত্তার সঙ্গে রিচার্লিসনকে ব্যবহার করবেন টটেনহ্যাম কোচ

ইনজুরি আর ধারাবাহিকতার অভাবে টানা কয়েক মৌসুম ধরে ভুগেছেন রিচার্লিসন। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই যেন অন্য রূপে দেখা দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগে ৩-০ গোলের জয়ে করেছেন জোড়া গোল। ম্যাচ শেষে কোচ টমাস ফ্র্যাঙ্ক জানালেন, রিচার্লিসনের সেরা পারফরম্যান্স পেতে হলে তাকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হবে।
ম্যাচের ১০ মিনিটেই মোহাম্মদ কুদুসের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রিচার্লিসন। ঘন্টা পেরোলেই একই জুটির সমন্বয়ে আসে দ্বিতীয় গোল—অসাধারণ এক অ্যাক্রোব্যাটিক ভলিতে গোল করে ঝলক দেখান তিনি।
ম্যাচ শেষে কোচ ফ্র্যাঙ্ক বললেন, 'যে স্ট্রাইকার সুযোগ পেলে সেটি কাজে লাগাতে পারে, সেই ম্যাচ জেতায়। আজ রিচার্লিসন অসাধারণ ছিল। ওর পরিশ্রম, আক্রমণ টেনে নেওয়া, পাস দেওয়া, বল ধরে রাখা, সবই দারুণ ছিল। আর দুটি ফিনিশিং ছিল চোখ ধাঁধানো। আমি ওর জন্য ভীষণ খুশি।'
মজার ব্যাপার এই এক ম্যাচেই গত মৌসুমের গোলসংখ্যার অর্ধেক পূরণ করেছেন রিচার্লিসন। ২০২৪-২৫ মৌসুমে কেবল ১৫ ম্যাচে নামতে পেরেছিলেন তিনি, হ্যামস্ট্রিং ও কাফ ইনজুরির কারণে লম্বা সময় বাইরে থাকতে হয়েছিল। নতুন কোচ ফ্র্যাঙ্ক তাই সতর্ক।
'গত তিন-চার মৌসুমে ইনজুরির কারণে ও নিয়মিত খেলতে পারেনি। তাই এখন আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে তাকে ব্যবহার করতে হবে। সবসময় প্রথম একাদশে নামানোই সমাধান নয়, কখনো হয়তো আগে নামানো, কখনো বেঞ্চ থেকে নামানো, আবার কখনো টানা পাঁচ ম্যাচ খেলানো। আমাদের এখনও ওকে ভালোভাবে জানা দরকার,' বলেন কোচ।
রিচার্লিসনের দুর্দান্ত ফর্মে নতুন মৌসুমের শুরুটা আশাব্যঞ্জক করেছে টটেনহ্যামের জন্য। তবে আসল পরীক্ষা অপেক্ষা করছে আগামী ২৩ আগস্ট, যখন তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।
Comments