অস্ট্রেলিয়া সফরে চারদিনের ম্যাচে এ দলের নেতৃত্বে অঙ্কন

ছবি: ফেসবুক

একটি চারদিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল। সেটা সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডারউইনে দক্ষিণ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। চারদিনের ম্যাচটি শুরু হবে আগামী ২৮ আগস্ট।

গত বছরের অক্টোবরে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ২৬ বছর বয়সী অঙ্কনের। তবে অভিজ্ঞতাটা একদম সুখকর হয়নি তার। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার তেতো স্বাদ পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ২৯ রান।

গত মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ঘরের মাঠে চারদিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান। তাকে রাখা হয়নি। সুযোগ হয়নি এনামুল হক বিজয়েরও।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। সেজন্য বিসিবির ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলের তিনজন আছেন চারদিনের ম্যাচের এই স্কোয়াডে। অঙ্কন ছাড়া বাকি দুজন হলেন সাইফ হাসান ও হাসান মাহমুদ।

এই স্কোয়াডে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাত ক্রিকেটার। তারা হলেন অঙ্কন, সাইফ, হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী ও নাঈম হাসান।

চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ এ দলের স্কোয়াড:

মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরী, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, মোহাম্মদ এনামুল হক, হাসান মাহমুদ।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

8h ago