খালেদ-শরিফুলের তোপে বিধ্বস্ত নিউজিল্যান্ড 'এ' দল

সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের বোলিং তোপে শুরুতেই ধসে যায় কিউইদের টপ অর্ডার। এরপর তাদের সঙ্গে যোগ দেন ইবাদত হোসেন ও তানভির ইসলাম। তাতে দেড়শও করতে পারেনি নিউজিল্যান্ড 'এ' দল। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয়ই পায় বাংলাদেশ 'এ' দল।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। প্রথমে ব্যাটিং করে ৩৪.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ২৭.২ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা।

এদিন টস জিতেছিল নিউজিল্যান্ডই। আগে ব্যাটিং বেছে নেয় দলটি। তবে শরিফুল ও খালেদের তোপে দলীয় ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। আর এই চার ব্যাটারের কেউই পারেননি রানের খাতা খুলতে। এরপর জস জ্যাকসনকে নিয়ে ৩৫ রানের জুটিতে আশা দেখাচ্ছিলেন রেইস মারিউ। কিন্তু জ্যাকসনকে ফিরিয়ে ফিরিয়ে জুটি ভাঙেন ইবাদত।

এরপর তানভির ইসলামের ঘূর্ণিতে অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় ৮৫ রানেই ৯ উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দলটি। তবে ডিন ফক্সক্রাফট এক প্রান্ত আগলে আগ্রাসী ব্যাটিংয়ে একশ পার করে দেড়শ কাছাকাছি পুঁজি পায় সফরকারীরা।

শেষ ব্যাটার হিসেবে ইবাদতের শিকার হওয়ার আগে ৬৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ফক্সক্রাফট। ইনিংসটি সাজান ৬টি চার ও ৪টি ছক্কায়। ওপেনার মারিউ খেলেন ৫১ বলে ৪২ রানের ইনিংস। এই দুই ব্যাটারই কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।

বাংলাদেশের পক্ষে ২৭ রানের খরচায় ৩টি উইকেট পান খালেদ। ৪৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন তানভিরও। এছাড়া ইবাদত ও শরিফুল বাকি চার উইকেট ভাগাভাগি করে নেন।

লক্ষ্য তাড়ায় নেমে তিন উইকেট হারালেও জয় পেতে বেগ পেতে হয়নি বাংলাদেশের। মাহিদুলের ৬১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস সহজেই লক্ষ্যের দিকে নিয়ে যায়। এনামুল হক করেন ৩৮ রান। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৪ ও নুরুল হাসান সোহান অপরাজিত ২০ রান করেন। 

 

Comments

The Daily Star  | English

At least 16 killed as Pakistan-India tensions intensify

8 killed in Pakistan, 3 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago