পারিবারিক কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে নেই মিরাজ

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। পারিবারিক কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছেন।

বিসিবির নতুন ক্রিকেট অপারেশনস ম্যানেজার জামাল বাবু মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মিরাজ পারিবারিক কারণে ছুটি নিয়েছেন এবং বোর্ড তার ছুটির আবেদন গ্রহণ করেছে।

২৭ বছর বয়সী মিরাজ বাংলাদেশের শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজের অংশ ছিলেন— দুটি ছিল পাকিস্তানের বিপক্ষে এবং একটি শ্রীলঙ্কার বিপক্ষে। তবে টাইগারদের খেলা নয় ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে মাঠে নামার সুযোগ হয় তার। পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। তিনি ব্যাট হাতে করেন ৬৪ রান এবং বল হাতে নেন ৪ উইকেট।

বাংলাদেশ দলের নির্বাচকরা যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেননি এখনও। আগামী এশিয়া কাপের প্রস্তুতির জন্য ২৫ সদস্যের প্রাথমিক তালিকায় যারা আছেন, তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে স্কোয়াড।

তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। দুই দলের মধ্যে স্রেফ দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সবশেষ ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই দল দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। সিরিজটি শেষ হয়েছিল ১-১ ব্যবধানে সমতায়।

Comments