চোটে ছিটকে যাওয়া লিটনের বদলির নাম জানাল করাচি

ছবি: এএফপি (সম্পাদিত)

শুরুর আগেই পিএসএল শেষ হয়ে গেছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের। আঙুলে চোট পাওয়ায় প্রতিযোগিতার দশম আসরে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন তিনি। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস।

দুদিন আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান লিটন। প্রাথমিকভাবে খুব গুরুতর না মনে হলেও পরে স্ক্যান করানো হলে তার আঙুলে চিড় ধরা পড়েছে। সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। তাই এবারের পিএসএলে খেলতে পারছেন না তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে নিজেই নিশ্চিত করেছেন।

পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তানে গিয়েছিলেন লিটন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আঙুলের চোটে চারদিনের মধ্যেই দেশে ফিরতে আসতে হচ্ছে তাকে। তিনি ফেসবুকে লিখেছেন, 'করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি সত্যিই রোমাঞ্চিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো ভিন্ন পরিকল্পনা ছিল। একটি অনুশীলন সেশনের সময় আমি আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ লাগবে।'

তিনি যোগ করেছেন, 'তাই দুঃখজনকভাবে আমার পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনার দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসের জন্য রইল শুভকামনা।'

লিটনের জায়গায় ডাক পাওয়া ম্যাকডারমট পিএসএলে আগে কখনোই খেলেননি। তবে তার সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম দারুণ। গত ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত সবশেষ বিগ ব্যাশের শিরোপাজয়ী হোবার্ট হারিকেন্সের সদস্য ছিলেন তিনি। সিডনি থান্ডারের বিপক্ষে ফাইনালে দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি খেলেন ১২ বলে ১৮ রানের অপরাজিত ক্যামিও।

চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। তারপরও লিটনকে পিএসএলের পুরোটা সময় খেলার জন্য ছাড়পত্র দিয়েছিল বিসিবি। ইতোমধ্যে তাকে ছাড়াই ঘোষণা করা করেছে সিলেটে অনুষ্ঠেয় প্রথম টেস্টের দল। কিন্তু চোটে পড়ায় এবার পিএসএলেও খেলা হচ্ছে না তার।

প্লেয়ার্স ড্রাফট থেকে লিটনসহ তিনজন বাংলাদেশি খেলোয়াড় এবার সুযোগ পেয়েছিলেন পিএসএলে। লাহোর কালান্দার্স নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তিনিও পুরো পিএসএলে জন্য ছাড়পত্র পেয়েছেন। দলে যোগ দিলেও অবশ্য আসরের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না তিনি। আর পেশোয়ার জালমি টেনেছে পেসার নাহিদ রানাকে। আংশিক ছাড়পত্র পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শেষে পাকিস্তানে যাবেন তিনি।

করাচির জন্য অস্বস্তির খবর রয়েছে আরও। নিউজিল্যান্ডের ব্যাটার কেইন উইলিয়ামসনকে পুরোটা সময়ের জন্য পাচ্ছে না তারা। আগামী ২১ এপ্রিলের পর দলে যোগ দেবেন তিনি। এর আগেই পাঁচটি ম্যাচ খেলে ফেলবে করাচি। ততদিন পর্যন্ত তার বদলি হিসেবে দলটিতে থাকবেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাদ বেইগ।

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

17h ago