ওয়ানডে অভিষেকের পরদিনই প্রশ্নবিদ্ধ দক্ষিণ আফ্রিকার স্পিনারের বোলিং

ওয়ানডে অভিষেকের পরদিনই দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন পেলেন দুঃসংবাদ। এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।
বুধবার সুব্রায়েনের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচ অফিসিয়ালদের প্রতিবেদনে তার বোলিংয়ের বৈধতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে।
গতকাল কেয়ার্নসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই সংস্করণে অভিষেক হয় সুব্রায়েনের। খেলায় ৯৮ রানের বিশাল ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা। তিনি ১০ ওভারের কোটা পূরণ করে ১ উইকেট নেন ৪৬ রান খরচায়।
৩১ বছর বয়সী এই স্পিনারের টেস্ট অভিষেক হয় গত জুলাই মাসে। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়োতে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম ইনিংসে তিনি ৪২ রানের বিনিময়ে ৪ উইকেট পান।
অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেই কোনো বোলারকে নিষেধাজ্ঞার খড়গে পড়তে হয় না। সুব্রায়েনকে আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত একটি ল্যাবে পরীক্ষা দিতে হবে। সেখানে উতরে যেতে না পারলে নিষিদ্ধ হবে তার বোলিং।
টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে শুভ সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী শুক্রবার কুইন্সল্যান্ডে হবে দ্বিতীয় ম্যাচ।
Comments