পিআর কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো: রিজভী

আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'পিআর পদ্ধতি কী—কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের সাধারণ মানুষ কি বলতে পারবে? এর তো কোনো দৃষ্টান্ত নেই। সাধারণ মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক।'
তিনি আরও বলেন, 'খেয়াল রাখতে হবে—আওয়ামী লীগে যারা পদে ছিলেন, যারা বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে—তাদের যেন দলে স্থান না দেওয়া হয়।'
এর আগে বক্তব্যে রিজভী সতর্ক করেন যে, পিআর পদ্ধতি কার্যকর হলে জনগণের সরাসরি ভোটাধিকার খর্ব হবে। দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিলে পরে দল (প্রার্থী) বাছাই করে দেবে। এভাবে চললে অনেক ধরনের অনৈতিক কিংবা রাজনীতিবিরোধী ঘটনা ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে, হঠাৎ করে কোনো বিত্তবান লোক নমিনেশন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।'
রিজভী আরও অভিযোগ করেন, 'এই ১৬ বছরে শেখ হাসিনার দুঃশাসনে বিএনপির অনেক নেতা-কর্মী গুম হয়েছেন, অনেকে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।'
তিনি বলেন, 'আন্দোলনে যারা জীবন দিল, যারা হারিয়ে গেল, যারা নিখোঁজ হলো—তাদের অবদানকে দল ও দেশকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে।'
তিনি বলেন, 'বিএনপি কখনো নির্বাচন সংস্কারের বিরোধিতা করেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকেছে, বলেছে যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনে যাব। তবে নির্বাচন যেন দীর্ঘায়িত না হয়, সেই কথা বারবার বলে এসেছে।'
Comments