মানিকগঞ্জে কালিগঙ্গায় নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ঢল

ছবি: স্টার

মানিকগঞ্জ পৌর এলাকার কালিগঙ্গা নদীর দুই তীরে শনিবার বিকেলে ছিল উৎসবের আমেজ। 'নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যে কালিগঙ্গা নদীতে নৌকাবাইচ আয়োজন করে জেলা প্রশাসন। বৃষ্টি উপেক্ষা করে ঢাক-ঢোলের আওয়াজ আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে নদীর দুই পাড়। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় নদীর তীর পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

শুধু মাঝি-মাল্লাদের লড়াই নয়, এই আয়োজনকে ঘিরে নদীর দুই পারে বসেছিল লোকজ মেলা। পিঠা, হস্তশিল্প, খেলনা ও স্থানীয় খাবারের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নৌকাবাইচ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষজন নদীর দুই পারের বেউথা, চর বেউথা, আন্ধারমানিকসহ আশপাশের বিভিন্ন গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে আসেন। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী ও ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা নৌকাবাইচ দেখতে আসেন।

বেউথা এলাকার বাসিন্দা নাহার-ই-জান্নাত বলেন, 'আমরা ঢাকায় থাকি। বাইচের খবর শুনে পরিবার নিয়ে এসেছি। খুব ভালো লাগছে। এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।'

ছবি: স্টার

প্রতিযোগিতায় মোট ২৩টি নৌকা অংশ নেয়। চারটি রাউন্ড শেষে চূড়ান্ত পর্বে পাবনা জেলার সাঁথিয়ার সালেক মেম্বারের নেতৃত্বাধীন শেরে বাংলা ভিটেপাড়া দল চ্যাম্পিয়ন হয়। সন্ধ্যায় বিজয়ী দলকে ট্রফি ও একটি মোটরসাইকেল পুরস্কার হিসেবে প্রদান করা। 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Comments

The Daily Star  | English

Tariffs, weak confidence heighten risks for Islamic banks

The global ratings agency said weak solvency of the banks, compounded by poor governance, is eroding depositor confidence, and this, in turn, will limit their growth.

9h ago