যমুনা সেতুর ওপর ৫ গাড়ির সংঘর্ষ, যানজটে দিনভর ভোগান্তি

যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল যান চলাচল। আজ রোববার ভোরে এই দুর্ঘটনার পর সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ভোগান্তি ছিল দিনভর।
পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর সোয়া ৫টার দিকে সেতুর ঢাকামুখী লেনে একটি ট্রাক, কাভার্ড ভ্যানসহ মোট পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বলেন, দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেকের জন্য সেতুর ওপর যান চলাচল বন্ধ রাখা হয়। তিনি জানান, একটি ট্রাকের সঙ্গে প্রথমে একটি কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এরপর আরও তিনটি গাড়ি সেখানে ধাক্কা দেয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়।
সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সেতুতে পুনরায় যান চলাচল শুরু হলেও, প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সেতুর দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রীদের দিনভর ভোগান্তি পোহাতে হয়।
Comments