বিচার বিভাগে বড় রদবদল

সুপ্রিম কোর্ট, হয়রানিমূলক মামলা, জাতীয় সংসদ, গায়েবি মামলা,

বিচার বিভাগে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। নতুন করে মোট ২৩০ বিচারককে বদলি করা হয়েছে।

আজ সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৪টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৪০ জেলা জজ, ৫৩ অতিরিক্ত জেলা জজ, ৪০ যুগ্ম জেলা জজ ও ৯৬ সিনিয়র সহকারী ও সহকারী জজকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নিম্ন আদালতের এই বিচারকদের বদলি করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৩ জুন বিচার বিভাগে আরেক দফা রদবদল করা হয়, যেখানে মোট ২৬৫ জন নিম্ন আদালতের বিচারককে বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছিল।

গত বছরের ৭ সেপ্টেম্বরও সরকার নিম্ন আদালতের ২৪৪ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়েছিল।

Comments

The Daily Star  | English

Tariffs, weak confidence heighten risks for Islamic banks

The global ratings agency said weak solvency of the banks, compounded by poor governance, is eroding depositor confidence, and this, in turn, will limit their growth.

9h ago