‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, পিআর পদ্ধতির কথা যারা বলছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন’

ছবি: ভিডিও থেকে নেওয়া

পিআর পদ্ধতির কথা যারা বলছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, 'আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৬ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারও নাই একমাত্র আল্লাহ রাব্বুল আল-আমিন ছাড়া।'

আজ শনিবার দুপুরে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নেত্রকোণায় জেলা বিএনপির কাউন্সিলে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, যারা ঘোষণা দিচ্ছে পিআর পদ্ধতিতে ইলেকশন না হলে নির্বাচন করবে না, যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে-নিম্ন কক্ষে, তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে।

উদাহরণ টেনে তিনি বলেন, 'গতকাল একটি রাজনৈতিক দল সংবাদ সম্মেলনে বলেছে, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয়, তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না।'

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, 'ফ্যাসিবাদবিরোধী যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আসুন, আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। সেই গণতান্ত্রিক ঐক্যকে আরও শক্তিশালী করি। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসেবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা-আপনারা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব, ভিন্ন মত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না।

এই বিএনপি নেতা আরও বলেন, 'বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়ে গেছে, সারা দেশে নির্বাচনের আমেজ চলছে, প্রার্থীরা জনসংযোগ করছে, এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ, কোনো দল বক্তব্য দেয়, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান, তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সঙ্গে আমরা তাল মিলিয়ে কথা বলি, বক্তব্য রাখি।'

'গতকাল বলতে শুনলাম যে, সংবিধানে নাকি নির্বাচনের কথা বলা আছে—কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সেটা নাকি বলা নাই। আমি অনুরোধ করব, বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের দুই আপনারা একটু পড়ে দেখুন। আপনারা বুঝতে পারবেন, প্রত্যক্ষ ভোটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য একেকজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই,' যোগ করেন তিনি।

এ সময় জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে আগামীতে একটি উৎসব মুখর নির্বাচন হবে ইনশাআল্লাহ।'

দলীয় সূত্র জানিয়েছে, নেত্রকোণা জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

2h ago