বাবর আবার বিশ্ব ক্রিকেটের শীর্ষে ফিরে আসবে: ওয়াসিম

ছবি: এএফপি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশে একেবারে নিয়মিত মুখ ছিলেন বাবর আজম। কিন্তু গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর আর জায়গা মেলেনি তার। জল্পনা-কল্পনা থাকলেও আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও সুযোগ পাননি অভিজ্ঞ ব্যাটার। এমন বাজে সময়ে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে পাশে পেয়েছেন তিনি।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বাবর। পাকিস্তানের জার্সিতে ১২৮ ম্যাচে ৩৯.৮৩ গড়ে তার সংগ্রহ ৪২২৩ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে ৩৬টি ফিফটি করেছেন তিনি। বাবরের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি রান আছে কেবল রোহিত শর্মার। ভারতের সাবেক তারকা ব্যাটার ১৫৯ ম্যাচে ৩২.০৫ গড়ে করেছেন ৪২৩১ রান। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি ৩২টি ফিফটি হাঁকিয়েছেন তিনি।

অনেক রান করলেও বাবরের স্ট্রাইক রেট ঠিক টি-টোয়েন্টিসুলভ নয়— ১২৯.২২। এটা নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা শুনতে হয় তাকে। মূলত দ্রুত রান আনতে ব্যর্থ হওয়ার কারণেই দল থেকে বাদ পড়েছেন। তাছাড়া, পাকিস্তানের হয়ে সবশেষ ১১ ম্যাচে আটবার দুই অঙ্কে গেলেও তিনি হাফসেঞ্চুরি পাননি একবারও।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে সম্প্রতি অতিথি ছিলেন ৫৯ বছর বয়সী ওয়াসিম। উত্তরসূরি বাবরকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। তার বিশ্বাস, সেসব মেনে চললে ৩০ বছর বয়সী তারকা আবার ফিরবেন চেনা রূপে।

ওয়াসিম বলেছেন, 'বাবর আমাদের সুপারস্টার এবং বিশ্ব ক্রিকেটের শীর্ষ খেলোয়াড়দের একজন। আমি তাকে শান্ত থাকার এবং অপ্রয়োজনীয় সংবাদ সম্মেলন এড়িয়ে চলার পরামর্শ দেব। তাকে মনে রাখতে হবে যে, "ফর্ম ক্ষণস্থায়ী, ক্লাস চিরস্থায়ী।" এভাবে চালিয়ে যেতে থাকলে সে আবার বিশ্ব ক্রিকেটের শীর্ষে ফিরে আসবে।'

গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচজয়ী ইনিংস খেলতে না পারার বদনামও আছে বাবরের। এই প্রসঙ্গে ওয়াসিম যোগ করেছেন, 'সে ইতোমধ্যেই একজন অসাধারণ ব্যাটার, তবে তার সেরাটা আসা এখনও বাকি আছে এবং সে দলকে জয়ও পাইয়ে দেবে।'

দীর্ঘদিন টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন বাবর। কিন্তু পড়তি ফর্মের কারণে বড় ধরনের অবনতি হয়েছে তার। এখন তিনি অবস্থান করছেন ১৮তম স্থানে। যদিও পাকিস্তানের ব্যাটারদের মধ্যে তিনিই আছেন সবার উপরে। শুধু তাই নয়, একসময় তিন সংস্করণেই পাকিস্তানকে নেতৃত্ব দিলেও এখন কোনো দলেরই অধিনায়ক নন বাবর।

Comments

The Daily Star  | English

5G goes live, but with few phones to connect

Bangladesh’s long-awaited 5G rollout began this week, but a lack of compatible handsets means the next-generation network is unlikely to see mass adoption anytime soon.

2h ago