চাকসুর খসড়া ভোটার তালিকায় ২ শিক্ষক, ছাত্র হলে ৫ ছাত্রী ভোটার

চাকসু ভবন। ছবি: স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৬৬ জন বলে জানানো হয়েছে। 

প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন সহকারী প্রক্টর নুরুল হামিদ ও সাবেক সহকারী প্রক্টর রন্টু দাশ। 

নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কোনো শিক্ষক ভোটের হতে পারেন না। 

অন্যদিকে, শহীদ ফরহাদ হোসেন হলের ভোটার তালিকায় ৫ ছাত্রীকে ভোটার দেখানো হয়েছে। অথচ, এই হলটি ছাত্রদের।

শিক্ষকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি ও ছাত্র হলে ছাত্রীর নাম ওঠায় বিশ্ববিদ্যালয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভুল থাকতে পারে ভেবেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যে ২ শিক্ষকের নাম এসেছে, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। কোনো শিক্ষার্থীর নাম নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করতে হবে। আবেদন কমিশনে জমা দিলে তা সংশোধন করা হবে।'

গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীরা তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

1h ago