প্রশাসনের আশ্বাসে ১১ ঘণ্টা পর খুলল চবির মূল ফটকের তালা

প্রশাসনের আশ্বাসে ১১ ঘণ্টা পর চবির মূল ফটক খুলে দেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে ১১ ঘণ্টা পর মূল ফটক খুলে দেন শিক্ষার্থীরা।

প্রশাসন জানায়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ও তাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সময় থেকে ক্যাম্পাসে চক্রাকারে গাড়ি চালুর পরিকল্পনা রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিনের উপস্থিতিতে এবং তাদের আশ্বাসে মূল ফটক খুলে দেন শিক্ষার্থীরা।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল হাসান সাফি বলেন, 'আমার বন্ধুকে হামলার পরই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডিকে দুই ঘণ্টা ধরে ফোন করি। কিন্তু কাউকে পাইনি। পরে আমরা গেটে তালা বন্ধ করে ফিরে যাই। এরপর সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থা করি। দীর্ঘ ১১ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এসে অভিযুক্ত সিএনজি চালককে বিচারের ও বিশ্ববিদ্যালয়ে চক্রাকারে গাড়ি চালু করার আশ্বাস দেওয়ার পর আমরা গেট খুলে দিই।'

জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, 'প্রথমত আমাদের শিক্ষার্থীর সঙ্গে যে ঘটনা ঘটছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। যে সিএনজি ড্রাইভার এ ঘটনা ঘটিয়েছে তাকে আমরা চিহ্নিত করেছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় চক্রাকারে গাড়ি চালুর চেষ্টা করছি। ইউজিসি থেকে আমরা আশ্বাসও পেয়েছি। আমাদের সামনে একটা বড় সমাবর্তন রয়েছে। এই সমাবর্তনকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয় চক্রাকারে গাড়ি চালুর পরিকল্পনা করছি।'

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

7h ago