আওয়ামী লীগ ভারত থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পতিত ফ্যাসিস্ট গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'অনেক গুজব চারদিকে…তাই না? গুজবে কান দেবো না। কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে।'

'আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের মধ্যে ঐক্য আছে…সেই ঐক্য নিয়ে আমরা জয় করব ইনশাআল্লাহ।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'নেতাদের স্যুট-কোট পরে আসলে হবে না। স্যুট পরে কি খাল পরিষ্কার করা যাবে?'

'মহিলা নেত্রীরা কেউ কেউ সাজগোজ করে পার্লার থেকে আসছেন, আমি দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামে হবে না। হাঁটতে হবে, জনগণের কাছে যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কথা বলতে হবে,' বলেন তিনি।

ফখরুল বলেন, 'ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংসদগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখানে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে। আপনারা বড় দল আপনাদের দায়িত্ব বেশি।'

Comments

The Daily Star  | English

4,000 ASIs to join police force before election: IGP

No lottery system for civil service postings, says senior secretary to public administration ministry

7m ago