শিক্ষার্থীদের জন্য ই-টোকেন ছাড়াই ভারতীয় ভিসা

শিক্ষার্থীদের জন্য ই-টোকেন ছাড়াই ভারতীয় ভিসা

সাক্ষাতকারের পূর্বনির্ধারিত তারিখ (ই-টোকেন) ছাড়াই আগামী ২২ অক্টোবর বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা দিবে ভারতীয় দূতাবাস। এই ভিসার জন্য শিক্ষার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ভ্রমণে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২২ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগাম সাক্ষাতসূচি ছাড়াই গুলশানে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর জন্য শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাওয়া মূল পরিচয়পত্র ও তার একটি ফটোকপি সঙ্গে আনতে হবে।

শিক্ষার্থীদের সহজে ভিসা দেয়ার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় হাইকমিশন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago