গ্রামীণফোনের নতুন সিইও হলেন পেটার-বি. ফারবার্গ

পেটার-বি. ফারবার্গ
পেটার-বি. ফারবার্গ

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন পেটার-বি ফারবার্গ। আগামী ১ নভেম্বর বর্তমান সিইও রাজীব শেঠির স্থলাভিষিক্ত হবেন তিনি। শেঠি ২০১৪ সালের নভেম্বর থেকে টেলিকম সংস্থাটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

বুধবার গ্রামীণফোন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেটার-বি ফারবার্গ বর্তমানে ব্যাংকক ভিত্তিক টেলিনর ডিজিটাল বিজনেস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। এর আগে তিন বছর টেলিনর মিয়ানমার এর সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গ্রামীণফোনের পাশাপাশি তিনি টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিম এর সদস্য হিসেবেও কাজ করবেন।

১৯৯৮ সালে টেলিনর এ যোগ দেয়ার পর থেকে তিনি ডিট্যাক এর চিফ ফিনান্সিয়াল অফিসার ও চিফ মার্কেটিং অফিসার এবং টেলিনর গ্রুপের হেড অফ ফিনান্সিয়াল সার্ভিসসহ বেশ কিছু জায়গায় কাজ করেছেন।

ফারবার্গ নরওয়েজিয়ান স্কুল অফ ইকোনোমিক্স থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন সনদপ্রাপ্ত ইউরোপিয়ান ফিনান্সিয়াল অ্যানালিস্ট।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
NBR officers retired by government

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago