জেএসসি, জেডিসিতে ৯৩ শতাংশ পাশ

স্টার ফাইল ফটো

জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৯৩ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ সকালে গণভবনে পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করার সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এই কথা জানান।

সংখ্যার হিসাবে এ বছর ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

‘For 15 years I fought for BNP leaders and activists, today they pushed me’

Rumeen Farhana says she was almost knocked down during clash at EC over Brahmanbaria boundaries

41m ago