লস অ্যাঞ্জেলেসে ডাকাতের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে শহরের লস ফেলিজ এলাকায় একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় এই ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে গ্যাস স্টেশনের কর্মীরা জানান, নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক। পরিবার ও নিজের পড়ালেখা চালানোর জন্য সেখানে রাতের শিফটে কাজ করতেন তিনি। ২০ এর কোঠার এই তরুণ এমবিএ’র ছাত্র ছিলেন।

যেখানে এই ঘটনাটি ঘটেছে তার পাশেই বেনোইত হেকেত নামে এক ব্যক্তি বসবাস করেন। এলএ টাইমসকে তিনি বলেন, “এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি যতদূর মনে করতে পারি, কয়েক বছর আগে সর্বশেষ গোলাগুলির ঘটনা ঘটেছিল এখানে, তবে ওটা তেমন গুরুতর ঘটনা ছিলো না।”

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের গোয়েন্দা মেগান অ্যাগুইলার এলএ টাইমসকে বলেন, “রাত সাড়ে ৩টার দিকে শেভরন স্টেশনে এক ব্যক্তি এসে কিছু কেনার পরই গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে লোকটি কাউন্টারে এসে একটি হ্যান্ডগান বের করে অর্থ দাবি করেন।”

মেগান অ্যাগুইলার আরও বলেন, “কাউন্টারে থাকা ব্যক্তিটি সহযোগিতা করার পরও ওই লোকটি গুলি চালান। এরপর কাউন্টারের পুরো ক্যাশ ড্রয়ারটি নিয়েই পালিয়ে যান তিনি।”

আহত অবস্থায় সাহায্যের জন্য ৯১১ নম্বরে কল কর তিনি। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

6h ago