‘ট্রাম্প-শুল্ক’ আরোপের চূড়ান্ত সময়সীমা ১ আগস্টই থাকছে

স্কটল্যান্ডে গলফ কোর্সে ট্রাম্প। ছবি: এএফপি
স্কটল্যান্ডে গলফ কোর্সে ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের পণ্য আমদানিতে শুল্ক আরোপের সময়সীমা বাড়ছে না। আগের ঘোষণা অনুযায়ী, আগস্ট মাসের প্রথম দিন থেকেই আনুষ্ঠানিকভাবে 'ট্রাম্প-শুল্ক' আরোপ করতে শুরু করবে ওয়াশিংটন।

আজ রোববার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

ফক্স নিউজ সানডেকে লাটনিক বলেন, '(শুল্ক আরোপের) সময়সীমা আর বাড়ছে না। ১ আগস্ট থেকে নতুন হারে শুল্ক কার্যকর হবে। আমাদের শুল্ক বিভাগ সে অনুযায়ী অর্থ সংগ্রহ করতে শুরু করবে এবং এভাবেই আমরা সামনে এগিয়ে যাব।'

তবে লাটনিক নিশ্চিত করেছেন, নতুন হারে শুল্ক চালু হবার পরও অংশীদারদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ স্কটল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে দরকষাকষিতে ব্যস্ত ছিলেন ট্রাম্প স্বয়ং।

ইউরোপের দেশগুলোর বিষয়ে লাটনিক বলেন, 'আপনারা জানেন, তারা সবাই চুক্তিতে আসতে চায় এবং শিগগির তা হবে, এমন আশা করছে। দরকষাকষির টেবিলে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এ ব্যাপারগুলো তারই নিয়ন্ত্রণে। আমরাই আলোচনার টেবিলে আধিপত্য বিস্তার করছি।'

আগামী শুক্রবারে শেষ হতে চলেছে শুল্ক আরোপের সময়সীমা। ইতোমধ্যে পাঁচটি দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সক্ষম হয়েছে।

দেশগুলো হলো যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও জাপান।

ওই দেশগুলো যে শুল্ক-হার মেনে নিয়েছে, তা কারও কারও ক্ষেত্রে এপ্রিলে আরোপ করা সার্বজনীন শুল্ক-হারের চেয়ে বেশি।

এপ্রিল থেকে শুরু করে যুক্তরাষ্ট্র বাণিজ্য অংশীদারদের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করে।

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

2h ago