(ভিডিও) ‘ভুবন মাঝি’ নিয়ে বললেন পরমব্রত ও অপর্ণা
সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ-ভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ গত ৩ মার্চ মাসে মুক্তি পায় সারা দেশে।
পরিচালক ফাখরুল আরেফিনের ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ।
স্টার লাইভে এসেছিলেন অভিনেতা পরমব্রত ও অপর্ণা। তাঁদের সঙ্গে ছিলেন ছবিটির পরিচালক।
পরমব্রতের মন্তব্য, “এটি ১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মিত একটি ছবি এবং এতে সাধারণ মানুষের কথা রয়েছে।”
ফাখরুল বলেন, গত চার-পাঁচ দশকে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হওয়ায় সত্তর দশকের দৃশ্যায়নটা করাটাই ছিল বড় চ্যালেঞ্জ।
Comments