ব্লগার রাজীব হত্যায় রানা ও দ্বীপের মৃত্যুদণ্ড বহাল

আহমেদ রাজীব হায়দার। ফাইল ছবি

ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠক আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও আরও ছয় জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রেদওয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম ওরফে দ্বীপ। এই দুই জনসহ মামলাটিতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও পাঁচ আসামী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন মাকসুদুল হাসান ওরফে অনিক, এহসান রিয়াজ রুম্মন, নাফিস ইমতিয়াজ, নাঈম সিকদার ইরাদ ও সাদমান ইয়াসির মাহমুদ।

সাজাপ্রাপ্ত রেদওয়ানুল আজাদ রানা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলারও প্রধান আসামী।

এই মামলায় আনসারুল্লা বাংলা টিমের প্রধান মুফতি জসিমুদ্দিন রাহমানীর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। বয়ানের মাধ্যমে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলার সময় ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। ফেসবুকে ছদ্ম নামে ধর্মীয় মৌলবাদী ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লেখালেখি করতেন তিনি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago