শীঘ্রই তিস্তা সমাধানের আশ্বাস মোদির

modi-hasina-briefing
নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে শীঘ্রই একটি সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি এমন আশ্বাস দেন।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তিস্তা নদীকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে মোদি বলেন, “বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও চলমান প্রচেষ্টার বিষয়ে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ও শেখ হাসিনার সরকার তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়ে দ্রুত একটি সমাধানে পৌঁছাতে পারবে।”

বাংলাদেশের জনগণের প্রতি মমতা ব্যানার্জির অনুভূতি যেমন তেমনটি তাঁর নিজের বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ আমার সম্মানিত অতিথি। আমি এতে আনন্দিত।”

আমাদের নতুন দিল্লি সংবাদদাতা জানান, হাসিনা-মোদির সংবাদ সম্মেলনে মমতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকার প্রত্যাশা তিস্তা চুক্তির একটি সমাধান যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুষ্ক মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই নদীর পানি প্রায়শই ৫,০০০ কিউসেক থেকে ১,০০০ কিউসেকে নেমে আসে।

এছাড়াও, হাসিনা সরকারকে আগামী বছর জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে হবে।

 

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর ভারত সফর: ২২টি চুক্তি স্বাক্ষর

Comments