বিসিবি প্রধানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি

​মাশরাফি বিন মুর্তজার অবসরের ঘোষণায় দেশে হৈ চৈ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, একজন খেলোয়াড়ের টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা নিয়ে বাংলাদেশে যে পরিমাণ তোলপাড় চলছে তেমনটা বিশ্বের আর কোথাও দেখা যায় না।
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ছবি: স্টার

মাশরাফি বিন মুর্তজার অবসরের ঘোষণায় দেশে হৈ চৈ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, একজন খেলোয়াড়ের টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা নিয়ে বাংলাদেশে যে পরিমাণ তোলপাড় চলছে তেমনটা বিশ্বের আর কোথাও দেখা যায় না।

মাশরাফির টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণার পর ভক্তদের প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন পাপন।

টাইগারদের সাথে শ্রীলঙ্কা থেকে ফেরার পর গত শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিসিবি প্রেসিডেন্ট বলেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে বাংলাদেশ বাদে অন্য কোথাও খবর হতে সত্যিই আমি দেখিনি। একজন অধিনায়কের সরে যাওয়া নিয়ে দেশে ব্যাপক হৈ চৈ চলছে।

তিনি আরও বলেছেন, অন্যান্য দেশে যখন কোন খেলোয়াড় ওয়ানডে বা টেস্ট থেকে অবসর নেন তখন সেটা নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু টি-টোয়েন্টি নিয়ে এমন তোলপাড়ের কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির শুরুর আগে মাশরাফি এই ফরম্যাটকে বিদায় জানানোর ঘোষণা দিলেও উল্টো কথা বলেছেন বোর্ড প্রধান। মাশরাফি ও টেস্ট অধিনায়ক মুশফিকুরকে পাশে নিয়ে বিমানবন্দরে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে মাশরাফির টি-টোয়েন্টি ছড়ার কথা অস্বীকার করে বলেন, সে শুধু অধিনায়কত্ব ছাড়তে চেয়েছে টি-টোয়েন্টি নয়।

নাজমুল হাসান পাপন বলেন, আমি একটা কথা বারবারই বলছি, মাশরাফি কিন্তু টি-টোয়েন্টি এখনও ছাড়েনি। মাশরাফি টি-টোয়েন্টি স্কোয়াডে নেই সে কথাও বলা হয়নি। ফিট থাকলে সে খেলবে।

তিনি জোর দিয়ে বলেন, যদি বলে খেলতে চায় না, কিন্তু আমাদের দরকার হয়, তাহলে কি ছেড়ে দিব?

মাশরাফির অবসর ঘোষণার পর বোর্ড প্রেসিডেন্টের কথাতে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা কাটানোর এখনও কোন উদ্যোগ নেয়নি বিসিবি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago