নতুন নেতাদের কাছে কী চান শিল্পীরা

Artistes

দেশের চলচ্চিত্র শিল্পীরা পেয়েছেন তাঁদের নতুন নেতা। গত ৫ মে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে সভাপতি হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। তাঁদের কাছে শিল্পীদের প্রত্যাশা কতোটুকু,  কী চান তাঁদের কাছে – এসব নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইন কথা বলেছে কয়েকজন শিল্পীর সঙ্গে।

বিশিষ্ট অভিনেতা ফারুক বলেন, “অনেক প্রত্যাশা নিয়ে শিল্পীরা তাঁদের পছন্দের নেতৃত্ব বাছাই করেছেন। যাঁরা বিজয়ী হয়েছেন তাঁদের উচিত হবে সেই প্রত্যাশার প্রতি সম্মান দেখানো।”

তিনি আরও বলেন, “সিনেমার জন্যই কাজ করতে হবে। যাঁরা ভোটে হেরেছেন তাঁদেরকেও কিন্তু অভিজ্ঞতা নিয়ে বিজয়ীদের পাশে থাকতে হবে। সবাই মিলে গড়ে তুলতে হবে আমাদের প্রিয় চলচ্চিত্র পরিবার। নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে।”

অভিনেত্রী সুচরিতার অভিমত, “যাঁরা জয়ী হয়েছেন তাঁদেরকে অভিনন্দন জানাই। শিল্পীদের স্বার্থে কাজ করার প্রত্যয় সবসময় রাখতে হবে। ইন্ডাস্ট্রিকে সচল রাখতে হবে। প্রবীণ শিল্পীদের সম্মান এবং নবীনদের দিক নির্দেশনার চর্চাটাও করতে হবে।”

সোহেল রানার মতে, “আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি ঠিক করে দিয়েছি। এবার দেখতে চাই সকল স্বপ্ন আর প্রত্যাশার বাস্তবায়ন। আশা করছি, সবাইকে নিয়ে সফল একটি কমিটি হবে। লাইফ সার্পোটে চলে যাওয়া চলচ্চিত্রকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে সুস্থতার দিকে।”

মাহিয়া মাহি বলেন, “জয়-পরাজয় কোনো শিল্পীর মধ্যে যেন কোনরকম দ্বন্দ্ব সৃষ্টি না করে। চলচ্চিত্রশিল্প আমাদের একটা পরিবার। এখানে আমরা সবাই এক হয়ে কাজ করবো। যাঁরা নেতৃত্বে রয়েছেন তাঁরা হবেন আমাদের দিশারী। আমাদের নতুন নতুন পথের দিশা দেখাবেন।”

বিদ্যা সিনহা মিম বলেন, “এবারই প্রথম শিল্পী সমিতির সদস্য হয়েছি। তাই এটিই আমার প্রথম ভোট। নিজের প্রথম ভোট নষ্ট করতে চাইনি। যাঁকে যোগ্য মনে হয়েছে তাঁকেই ভোট দিয়েছি। যাঁরা বিজয়ী হয়েছেন তাঁদের প্রতি শুভ কামনা। আশা করি, আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতিগুলো তাঁরা ভুলে যাবেন না। আমাদের চাওয়া, আপনাদেরকে সবসময় সাধারণ শিল্পীদের পাশে পাব।”

বাপ্পী বলেন, “নির্বাচনের দিনটি ছিলো আমাদের চলচ্চিত্র পরিবারের মানুষদের জন্য ঈদ উৎসবের মতো। সবাই হেসে খেলে আনন্দ করে ভোট দিয়ে নিজেদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করেছি। প্রত্যাশা করি, আমাদের প্রতিনিধিরা আমাদের জন্য অনেক কিছু করবেন। দেশের শিল্পটাকে বিশ্ববাজারে নিয়ে যেতে ভূমিকা রাখবেন।”

চিত্রনায়িকা পরীমনি বলেন, “আমি প্রথমবার ভোট দিলাম। আমি চাই আমার প্রথমবার দেওয়া ভোটগুলো কাজে লাগুক। স্বজনপ্রীতি নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করবো মিশা ভাই ও জায়েদ খানসহ সকল বিজয়ীরা তাঁদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।”

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualifies for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

15m ago