ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলা, নিহত ১২
তেহরানে পার্লামেন্ট ভবন ও দেশটির ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মাজারে অস্ত্রধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এর মধ্যে অন্তত একজন আত্মঘাতী হামলাকারী ছিল।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
দেশটির একজন পার্লামেন্ট সদস্য রাষ্ট্রীয় সম্প্রচার-মাধ্যম আইআরআইবি-কে বলেন, তেহরানের কেন্দ্রে অবস্থিত পার্লামেন্ট ভবনে রাইফেল ও পিস্তল নিয়ে চারজন ঢুকে পড়ে। বার্তা সংস্থা আইএসএনএ ও ফার্স জানায়, অস্ত্রধারীরা উত্তর গেট দিয়ে পার্লামেন্টে প্রবেশ করে।
#BreakingNews: Shooting occurs in #Iran's Parliament, one injured so far
— Tasnim News Agency (@Tasnimnews_EN) June 7, 2017
অন্যদিকে, দেশটির বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেনির মাজারেও হামলা হয়েছে। বেশ কয়েকটি বার্তা সংস্থা সেখানে হামলার খবর জানিয়েছে। সেখানে এক ব্যক্তি প্রবেশ করে প্রথমে গুলি শুরু করে ও সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটায়। ওই স্থাপনার দায়িত্বে থাকা আলী খালিলি আইআরএনএ বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন।
উত্তর তেহরানে অবস্থিত মাজারটি থেকে পার্লামেন্ট ভবনের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
Comments