তামিমকে পেয়ে উজ্জীবিত এসেক্স

তামিম ইকবাল। ছবি: স্টার

ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্স ইগলসের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে গতকাল দেশের মাটি ছেড়েছেন ওপেনার তামিম ইকবাল। শুক্রবার সকালেই তার সেখানে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে শনিবার ইংল্যান্ডে যান তিনি।

এসেক্সের প্রধান কোচ ক্রিস সিলভারউড এই বাঁহাতিকে পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তামিমের ক্যারিয়ারের স্ট্রাইক রেটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিত দেখিয়েছে সে খেলোয়াড় হিসেবে কেমন। সে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠতে পারে।”

এসেক্স নিয়েও তামিমের সমান উত্তেজনা। সেখানে যে তার মানিয়ে নিতে তেমন বেগ পেতে হবে না সেটাও জানিয়েছেন দেশ ছাড়ার আগে। তার ভাষায়, কিছুদিন আগেই বাংলাদেশ দল সেখানে খেলেছে। তাই কন্ডিশন নিয়ে সমস্যা হবে না।

কিছুদিন বাদেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। সেটা নিয়েও টাইগারদের প্রস্তুতির ব্যাপার রয়েছে। ন্যাটওয়েস্ট শেষে ফেরার পর যে সময় পাবেন নিজের প্রস্তুতির জন্য সেটাকেই যথেষ্ট মনে করছেন তামিম।

পাকিস্তান সুপার লিগে খেলার জন্যও ডাক পেয়েছিলেন তিনি। তিনি নিজেই জানিয়েছেন, গত বছর যে দলে খেলেছিলেন তার মালিক আরেকটা নতুন দল কিনেছেন। সেই টিমে খেলার জন্যই তাকে ডাকা হয়েছিল। কিন্তু সেটা বিপিএল এর সময় হওয়ায় এসপিএলের অফারটা ছাড়ছেন তিনি।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সময় নির্ধারিত সময়ের মধ্যে হলে এসেক্সে আটটির মত ম্যাচ খেলার সুযোগ পাবেন তামিম।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

55m ago