এবার দিল্লি থেকে গ্রেফতার আরেক ‘আনসারুল্লাহ’ সদস্য

ভারতের দিল্লি থেকে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের আরও একজন সন্দেহভাজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রেজাউল আহমেদ। ভারতের ৭০তম স্বাধীনতা দিবসের ওআগে এই গ্রেফতারকে বড়সড় সাফল্য হিসেবে দেখছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রের দাবি করে কলকাতার বেশ কিছু গণমাধ্যম দাবি করছে, রেজাউল আহমেদকে দিল্লি পুলিশ কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে তুলে দিয়েছে। যদিও কলকাতা পুলিশের কাছ থেকে এ ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি বলছে ওই গণমাধ্যমগুলো।

এর আগে রবিবার উত্তর প্রদেশের মুজাফফর নগর জেলা থেকে আব্দুল্লাহ আল মামুন নামের আরেক সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

দিল্লিতে ধৃত রেজাউল আহমেদ মূলত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ-মালদা সীমান্তে বড়সড় জাল নোটের কারবার চালাতো। তাকে ধরতে কলকাতার সিআইডি ছাড়াও কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় ছিল বলেও কলকাতার গণমাধ্যমের দাবি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

40m ago