বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০১৭

শিশির বলেছিলেন, ‘তুমিই একমাত্র জেতাতে পারো’

Shakib Al Hasan celebrates Australia wicket
মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইটেক নেওয়ার পর সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

অস্ট্রেলিয়ানদের দরকার ১৫৬ রান। বাংলাদেশের চাই ৮ উইকেট। পাল্লাটা সফরকারীদের দিকেই ভারি দেখছিলেন অনেকে। এমনকি বাংলাদেশ দলের সবাইও জেতার বিশ্বাস পাচ্ছিলেন না। উদ্যমী সাকিব আল হাসান সবাইকে জাগিয়েছেন। তাঁর জেতার বিশ্বাসটা পোক্ত হয়েছিলো স্ত্রী শিশিরের কথা আর মাঠের দর্শকের উৎসাহে।

প্রথম ইনিংসে ৮৪ রান করার পর ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট। ম্যাচ সেরায় তাঁর ধারে কাছেও কেউ নেই। বাংলাদেশের নায়ক বনেছেন আগেও বহুবার। আবার পুরষ্কার নিতে এসে বললেন, “ধন্যবাদ সবাইকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমি ড্রিংকসের সময় একটি কথা বলছিলাম পুরো টিমকে। বাংলাদেশ টিমের সবাই হয়তো বিশ্বাস করেনি আমরা আজকে জিততে পারবো। যখন দর্শকরা আজকে মাঠে আসছেন এর মানে আপনাদের (দর্শকদের) মনে এই বিশ্বাসটি ছিল আজ আমরা জিততে পারবো। এই বিশ্বাসটি আজ আমাদের অনেক কাজে আসছে। এ কারণে ধন্যবাদ।”

আগের দিন অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোয় নড়বড়ে হয়ে গিয়েছিলো সাকিবের বিশ্বাসও। তাঁর বিশ্বাস পোক্ত করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিবই জানালেন তা, “একটি ছোট্ট ঘটনা বলি আজকে। কাল রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। আমি বললাম, মনে হয় না জিততে পারবো। টাফ হয়ে গেল। আমার স্ত্রী আমাকে বলেছে, তুমিই একমাত্র জেতাতে পারো। ও এটা বিশ্বাস করে।”

খেলতে নেমে জিততে পারার বিশ্বাসটা জরুরি। বুধবার (৩০ আগস্ট) মিরপুরে সাকিবকে দেখে মনে হয়েছে সবসময়ই চার্জড-আপ। শরীরী ভাষায় ছিলো জেতার তাড়না। সাকিবের মতো সেরা কেউ সামনে থেকে এগিয়ে গেলে দুর্গম পথও পাড়ি দেওয়া যায়। মিরপুরের পিচে তিনিই তো স্বাগতিকদের জন্যই ছড়িয়েছিলেন রসদ। তা কাজে লাগিয়ে সাকিব এনে দিয়েছেন রোমাঞ্চকর জয়।

আরও পড়ুনঃ যে রেকর্ডে সাকিব আছেন একাই

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

6h ago