ঈদে তাহসানের নতুন একক ‘অভিমান আমার’

তাহসানের সপ্তম একক অ্যালবাম “অভিমান আমার” প্রকাশিত হচ্ছে এবারের ঈদে। অ্যালবামের গানগুলো জিপি মিউজিকে শুনতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর থেকে।
Tahsan
সংগীতশিল্পী তাহসান। ছবি: দ্য ডেইলি স্টার

তাহসানের সপ্তম একক অ্যালবাম “অভিমান আমার” প্রকাশিত হচ্ছে এবারের ঈদে। অ্যালবামের গানগুলো জিপি মিউজিকে শুনতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর থেকে।

অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন তাহসান। একটি গান যৌথভাবে লিখেছেন ফাজবীর তাজ তন্ময়। তিনটি গানের সুর ও সংগীত করেছেন তাহসান। দুটি গানের সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার এবং বাকি দুটি গানের সুর ও সংগীত করেছেন নাহিদ নোমান অরূপ।

তাহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রায় চার বছর বিরতির পর আমার সপ্তম একক অ্যালবাম প্রকাশিত হচ্ছে। কাজের ব্যস্ততা, অভিনয়, শিক্ষকতা, কনসার্ট – এগুলোর পাশাপাশি একক অ্যালবামের কাজ করতে একটু বেশি সময় চলে গেছে। তারপরও, নিজের সেরাটিই দেওয়ার চেষ্টা করেছি “

অ্যালবামের সাতটি গানে ভিন্নতার ছোঁয়া রয়েছে বলে যোগ করেন তিনি।

গানের শিরোনামগুলো হলো – “অভিমান আমার”, “কষ্ট”, “ক্ষীয় অবকাশ”, “বুড়ো শালিক”, “বৃষ্টি এলে”, “প্রার্থনার উপহার” এবং “হৃদয়ে আক্রমণ”।

সিডি চয়েস ও জিপি মিউজিকের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে তাহসানের এই সপ্তম একক অ্যালবামটি।

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “তাহসান ভাইয়ের সঙ্গে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের রসায়নটি চমৎকার। তাঁর যতগুলো গানের কাজ হয়েছে তাঁর বেশিরভাগই ব্যবসায়িকভাবে সফল ও জনপ্রিয়তা পেয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এই নতুন গানগুলো “

“অভিমান আমার” গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago