ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

পৃথিবীর অন্য দেশের মতোই ভারতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটি হিন্দু প্রধান হলেও মুসলমানরা এখানে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। সে কারণে দেশটিতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এই উৎসব।
কলকাতায় ভারতের অন্যতম বৃহত্তম ঈদ জামাত রেড রোডে অনুষ্ঠিত হয়। মুসল্লিরা দেশ ও দশের কল্যাণ কামনায় মোনাজাত করেন। ছবি : স্টার

পৃথিবীর অন্য দেশের মতোই ভারতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশটি হিন্দু প্রধান হলেও মুসলমানরা এখানে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। সে কারণে দেশটিতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় এই উৎসব।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির, আসাম, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গসহ মুসলিম অধ্যষুতি রাজ্যগুলো ছাড়াও ত্রিপুরা, বিহার, ঝাড়খন্ড, মিজোরাম, মেঘালয়েও ঈদের আয়োজন চোখে পড়ে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, তৃণমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

ঈদ উপলক্ষে ভারতের জাতীয় ও প্রাদেশিক পত্রিকাগুলোও বিশেষ আয়োজন করেছে। ঈদ স্পেশালে জায়গা পয়েছে নানা রকমের খবর, ফিচার এবং ছবি।

এমন কী ঈদের জন্য মুম্বাই ও টালিগঞ্জ থেকে মুক্তি পেয়েছে নতুন বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও।

পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার রেড রোডে ভারতের অন্যতম বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদের সকালে। প্রায় আড়াই লাখ মানুষ এক সঙ্গে ঈদের জামাত পড়েছেন। জামাতে অংশ নিয়েছেন নারী ও শিশুরাও।

কলকাতা ছাড়াও রাজ্যটির ২৩টি জেলার প্রায় সর্বত্র ঈদের জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। কলকাতায় প্রকাশ্যে না হলেও নিজেদের বাড়ির মধ্যে যতটা সম্ভব আড়ালে পশু কুরবানি দিয়েছেন অনেকেই। তবে কলকাতার অদূরে বারাসত, কাজীপাড়া, বাড়ইপুর, হাওড়া, হুগলি, ব্যারাকপুর এলাকায় অনেক জায়গায় প্রায় প্রকাশ্যে পশু কুরবানি দিতে দেখা গিয়েছে।

কলকাতার ছাড়াও প্রতিবেশী রাজ্য আসাম, ত্রিপুরা, খাড়খন্ড, বিহারে পবিত্র ঈদুল আজহা পালনের খবর পাওয়া গিয়েছে।

কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগর জুড়ে কড়া সতর্কতার মধ্যেই এ দিন লক্ষ লক্ষ মুসলমান ঈদের জামাতে অংশ নিয়েছেন। একইভাবে উত্তর প্রদেশও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র এই দিনটি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago