সু চি’র নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিতে ৪ লাখের বেশি আবেদন

মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকটে দেশটির “গণতন্ত্রের মানসকন্যা”-খ্যাত নেত্রী অং সান সু চি’র ভূমিকায় ক্ষুব্ধ হয়ে তাঁর নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের জন্যে নোবেল কমিটির কাছে আবেদন করেছে চার লাখের বেশি মানুষ।
aung san suu kyi
মিয়ানমারের নেত্রী অং সান সু চি। ছবি: রয়টার্স ফাইল ফটো

মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকটে দেশটির “গণতন্ত্রের মানসকন্যা”-খ্যাত নেত্রী অং সান সু চি’র ভূমিকায় ক্ষুব্ধ হয়ে তাঁর নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের জন্যে নোবেল কমিটির কাছে আবেদন করেছে চার লাখের বেশি মানুষ।

চেঞ্জ ডট অর্গ (change.org) পরিচালিত এই প্রচারণায় আজ (১২ সেপ্টেম্বর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ছিলো চার লাখ ১৫ হাজারের বেশি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঁচ লাখ আবেদনের একটি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এছাড়াও, আবেদন বার্তায় সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের অত্যাচার ও শরণার্থী হয়ে বিভিন্ন দেশে তাদের মানবেতর জীবন-যাপনের কথা উল্লেখ করা হয়।

আবেদনে সু চি’র ভূমিকার সমালোচনা করে বলা হয়, “নিজের দেশে এমন মানবতা বিরোধী অপরাধ থামাতে মিয়ানমারে নেত্রী অং সান সু চি কার্যত কোনো পদক্ষেপ নেননি।”

এদিকে, নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পুরস্কারটি দেওয়া হয় একজন মানুষের পূর্ববর্তী কাজের ভিত্তিতে। পুরস্কার পাওয়ার পর কে কী করলো সেটি প্রতিষ্ঠানটির বিবেচ্য বিষয় নয়। তারা পুরস্কার ফিরিয়ে নিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

Comments

The Daily Star  | English

Lightning fatalities on the rise

Bangladesh has been witnessing a rise in casualties from lightning mainly due to drastic shifts in weather patterns.

48m ago