বাংলাদেশিকে ঘুষি মারায় মালয়েশীয় অভিনেতার জরিমানা

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি গলফ ক্লাবে একজন বাংলাদেশিকে ঘুষি মারায় দেশটির জনপ্রিয় অভিনেতা শারনাজ আহমেদকে ১২শ রিঙ্গিত জরিমানা গুণতে হয়েছে।
Malaysian actor Sharnaaz Ahmad
মালয়েশীয় অভিনেতা শারনাজ আহমেদ। ছবি: এশিয়া নিউজ নেটওয়ার্ক ফাইল ফটো

মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি গলফ ক্লাবে একজন বাংলাদেশিকে ঘুষি মারায় দেশটির জনপ্রিয় অভিনেতা শারনাজ আহমেদকে ১২শ রিঙ্গিত জরিমানা গুণতে হয়েছে।

গত ২২ জুলাই ঘুষি মারার ঘটনাটি ঘটেছিলো।

আঘাতের শিকার বাংলাদেশি কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব এ কাজ করতেন। অভিনেতা শারনাজকে পেনাল কোডের ৩২৩ ধারায় অভিযুক্ত করা হয়। এই ধারায় একজন অপরাধীকে এক বছরের কারাদণ্ড, ২,০০০ রিঙ্গিত অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হয়।

এ ঘটনায় শারনাজ অনুতপ্ত হওয়ায় তাঁর আইনজীবী জুলকিফলি আওয়াং আদালতে ম্যাজিস্ট্রেটকে তাঁর মক্কেলের শাস্তি কমিয়ে দেওয়ার আবেদন জানান।

তবে সরকারের উপ-কৌসুলি ফারাহ আদিলাহ নূরদিন আদালতে আর্জি জানিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া উচিত যা তার জন্যে একটি শিক্ষা হয়ে থাকবে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারের রায়ে ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মোহাম্মদ সোম অভিনেতা শারনাজকে ১২শ রিঙ্গিত জরিমানা করেন।

উল্লেখ্য, মালয়েশীয় ছবি “জুভানা”-য় লান তোদাক চরিত্রে অভিনয় করে শারনাজ খ্যাতি অর্জন করেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago