চলতি মাসেই ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল

নভেম্বরে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাবনা
PSC

৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল এই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও এই সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক আজ প্রথম আলোকে এই খবর জানিয়েছেন।

২,১৮০ টি শূন্য পদে নিয়োগের জন্য ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএস-এর প্রজ্ঞাপন দেওয়া হয়। গত বছর ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখের বেশি পরীক্ষার্থীর মধ্য থেকে ১৩,৬৭৯ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। এদের মধ্য থেকে ৫,৯৯০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।

ফলাফল প্রকাশে দেরি হওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ফলাফল প্রত্যাশীদের ভালোর জন্যই আমাদের দেরি হচ্ছে। আমরা চাই না কারও ফলাফল নিয়ে প্রশ্ন থাকুক। এ জন্য আমাদের নিখুঁতভাবে ফলাফল যাচাই বাছাই করছি। এই ফলাফল নিয়ে পরবর্তী সময়ে যেন কথা না ওঠে, এ জন্য আমরা নিরলস ভাবে কাজ করছি।’

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্পর্কে তিনি বলেন, রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ায় আগস্টে পরীক্ষা নেওয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। আগামী নভেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এ বছর প্রায় তিন লাখ ৮৯ হাজার আবেদন জমা পড়েছে।

Click here to read the English version of this news

Comments