হেলমেটে আঘাতের পর হাসপাতালে মুশফিক

মুশফিকুর রহিম। ফাইল ছবি: এএফপি

ডুয়ানে অলিভিয়ারের শর্ট বলে হেলমেটে আঘাত পেয়ে লুটিয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। তখন তার রান ছিল ১১। প্রাথমিক চিকিৎসায় উঠে দাঁড়িয়ে ব্যাটিং চালিয়ে যান। তবে লাঞ্চের আগে ২৬ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। ঝুঁকি এড়াতে পরীক্ষা নিরীক্ষার জন্য লাঞ্চ বিরতিতে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। 

অলিভিয়ারের বলটি সোজা ধেয়ে এসেছিল মুশফিকের শরীরের দিকে। খর্বকায় মুশফিক এড়াতে চেয়েছিলেন বাউন্স। তবে মাথা যথেষ্ট নিচু করতে পারেননি তিনি। সজোরে বল গিয়ে লাগে তার হেলমেটে। কয়েক পা হেঁটেই মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। এমন অবস্থায় দৌঁড়ে ছুটে আসেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও আম্পায়াররাও। ছুটে আসেন দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। বাংলাদেশ দলের সঙ্গে বিশেষজ্ঞ কোন চিকিৎসক না থাকায় ছুটে এসেন দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মোসাজে। যিনি নিজেও একজন চিকিৎসক।

প্রাথমিক চিকিৎসায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ান মুশফিক। আঘাতের পর সমবেদনা দেখালেও এরপরেই বলেই ফের বাউন্সার ছুঁড়ে দেন অলিভিয়ার। মুশফিকের দিকে ধেয়ে আসে আরও ১০টি বাউন্সার। সব সামলে নিয়েছিলেন। কেশম মহারাজকে ছক্কা হাঁকিয়ে উড়িয়ে দিয়েছিলেন চাপ। তবে লাঞ্চের ঠিক আগে কাটা পড়লেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। ওয়েইন পারনেলের বলটি না খেলে ছেড়ে দিয়েছিলেন। ভেতরে ঢুকা বল লাগল পায়ে। আম্পায়ার সাড়াও দিয়ে দিলেন পারনেলকে। রিভিউ নিলেও আম্পায়ার্স কলের ঠিকে থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। নষ্ট হয়নি রিভিউও।

নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে বাউন্সারে লুটিয়ে পড়ে হাসপাতালে যেতে হয়েছিল মুশফিককে।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualifies for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

15m ago