প্রেমের গল্প সাজাচ্ছেন সালমান খান

salman khan and aayush sharma
সালমান খানের সঙ্গে আয়ুশ শর্মা। ছবি: সংগৃহীত

একটি নতুন প্রেমের গল্প নিয়ে দর্শকদের কাছে আসছেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা সালমান খান। তবে অভিনয় করবেন না তিনি, করবেন ছবিটির প্রযোজনা।

সালমান খান ফিল্মস এর ব্যানারে তৈরি হতে যাওয়া ছবিটিতে অভিনয় করবেন সালমানের ছোটবোন অর্পিতা খানের স্বামী আয়ুশ শর্মা। এ ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। এছাড়াও, এ ছবিটি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে পরিচালক আলী আব্বাস জাফরের সাবেক সহকারী অভিরাজ মিনাওয়ালার। “সুলতান” ছবিতে অভিনয়ের সময় অভিরাজের সঙ্গে পরিচয় হয় সালমানের।

ভারতের গুজরাট রাজ্যের একটি প্রেমের গল্পের নিয়ে তৈরি হবে এ ছবিটি। তবে এখনো এর শিরোনাম ঠিক করা হয়নি। সিনেমা তৈরির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে সালমান বলেন, “হ্যাঁ, আমরা আয়ুশের প্রথম ছবিটি প্রযোজনা করছি। আগামী ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হবে। আশা করছি, আগামী বছরের শেষের দিকে ছবিটি মুক্তি দিতে পারবো।”

এদিকে, প্রস্তুতি হিসেবে আয়ুশ বিভিন্ন চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিচ্ছেন। ছবিটির নায়িকা চূড়ান্ত করার পর তাঁর সঙ্গে আবারও প্রশিক্ষণ নিতে হবে আয়ুশকে।

গত তিন বছর থেকে বলিউডে অভিষেকের জন্য নিজেকে প্রস্তুত করছেন আয়ুশ। সালমানের “বজরঙ্গি ভাইজান”, “সুলতান” ও “টিউবলাইট”-এর শুটিংয়ের সময় আয়ুশ কাছে থেকে দেখেছেন সিনেমায় কীভাবে কাজ করতে হয়। এছাড়াও, নাচ ও সিনেমায় মারপিটের ওপর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

32m ago