পাকিস্তানকে বহিষ্কার করল ফিফা

পাকিস্তানকে বহিষ্কার করল ফিফা

পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) কে অনির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করেছে ফিফা। ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বুধবার ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই সিদ্ধান্তের কথা জানায়।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে  ফিফা জানায়, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ফুটবল ফেডারেশন সব ধরণের সদস্য সুবিধা হারিয়েছে।  ফলে জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট ও ক্লাব টুর্নামেন্টে পাকিস্তানের কোন দল অংশ নিতে পারবে না।

খেলার মাঠেও দিনকাল খারাপ যাচ্ছে পাকিস্তান ফুটবলের। ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিয়ে ২১১ দলের মধ্যে পাকিস্তানের অবস্থান ২০০ নম্বর।  দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের নিচে নেই আর কোন দল।

পাকিস্তান ফুটবলের সংকটের সূত্রপাত ২০১৫ সালে। সেবার ফয়সাল সালেহ হায়াত ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু সে নির্বাচনে নাকি তিনি ভোট জালিয়াতি করেছিলেন। সম্প্রতি সেদেশের উচ্চ আদালত একজন প্রশাসন নিয়োগ করে ফেডারেশন উপর হস্তক্ষেপ করে। ফিফার নিয়ম অনুযায়ী নির্বাচিত পরিষদকে এ ধরণের হস্তক্ষেপ করা যায় না।

কেবল মাঠের খেলাই না। এই সিদ্ধান্তের ফলে ফিফা থেকে পাওয়া অন্যান্য সুবিধা থেকেও আপাতত বঞ্চিত হচ্ছে পাকিস্তান।

 

 

Comments

The Daily Star  | English
Bangladesh inflation trends 2024

Inflation hits three-month high in October

Inflation rises to 10.87 percent in October from 9.92 percent in September

58m ago